Bengali | NDTV | Tuesday March 5, 2019
রেল ভর্তি বোর্ড (RRB) গ্রূপ ডি-র রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে (RRB Group D Result), আর আর বি-র সমস্ত (RRB Group D Result 2019) অঞ্চলিক ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েচে রেজাল্ট। পরীক্ষার্থী নিজের রেজাল্ট (RRB Result) নিজের অঞ্চলের RRB ওয়েবসাইটে গিয়ে চেক করুন। পরীক্ষার্থীর নিজের রেজাল্ট চেক করার জন্য রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখের প্রয়োজন আছে। রেজাল্ট চেক করার জন্য রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরীক্ষর্থীকে লগ ইন করতে হবে। গ্রূপ ডি-এর পরীক্ষা ১৭ ই সেপ্টেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত সারা ভারত জুড়ে চলেছিল। এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ছিল ৬২ হাজার ৯০৭ টি। তার জন্য পরীক্ষা দিয়েছিল ১.১৭ কোটি। গ্রূপ ডি-তে যারা (RRB Group D) কম্পিউটার বেস্ড পরীক্ষায় পাশ করবেন, তাদের শারীরিক দক্ষতার পরীক্ষা (RRB PET) দিতে হবে
www.ndtv.com/bengali