Bengali | Edited by Biswadip Dey | Thursday January 16, 2020
ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) বৃহস্পতিবার জানালেন, ‘‘সম্পূর্ণ মৌলবাদী মনোভাবাপন্ন’’ হয়ে ওঠা কাশ্মীরি তরুণদের (Young Kashmiris) বিচ্ছিন্ন করে তাঁদের মৌলবাদ-বিরোধী শিবিরে (De-Radicalisation Camps) নিয়ে যেতে হবে। তিনি দাবি করলেন, পাকিস্তানও এই ধরনের শিবিরের আয়োজন করে। নয়াদিল্লিতে ‘রাইসিনা ডায়ালগ ২০২০’-তে এসে তিনি বলেন, কাশ্মীরে ১০ থেকে ১২ বছরের ছোট ছেলেদের মৌলবাদী করে তোলা হচ্ছে। তিনি জানান, ‘‘এদের মৌলবাদের থেকে সরিয়ে নিয়ে আসা তাও সম্ভব। কিন্তু এমন অনেকেই আছে, যারা পুরোপুরি মৌলবাদী হয়ে উঠেছে।’’
www.ndtv.com/bengali