Bengali | NDTV | Sunday June 9, 2019
তাঁর লোকসভা কেন্দ্র কেরলের ওয়ানাদে তিন দিনের সফরের শেষ দিনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেখা করলেন এক নার্সের সঙ্গে, যিনি ৪৯ বছর আগে তাঁর জন্মের সময় উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত ওই নার্সের নাম রাজাম্মা রাজাপ্পান। তিনি ওয়ানাদের একজন ভোটার। ওই কেন্দ্র থেকেই এবার জয়লাভ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির ওয়ানাদের টুইটার হ্যান্ডলে একটি ছবি শেয়ার হয়েছে, যেখানে রাহুলকে দেখা যাচ্ছে ওই নার্সকে আলিঙ্গন করতে। প্রসঙ্গত, এই মাসেই রাহুলের জন্মদিন। আগামী ১৯ জুন তিনি ৪৯-এ পা দেবেন। গত শুক্রবার থেকে ওই লোকসভা কেন্দ্রে বিভিন্ন রোড শো করেছেন রাহুল।
www.ndtv.com/bengali