Bengali | Edited by Indrani Halder | Thursday May 14, 2020
যেভাবে কর্মস্থল ছেড়ে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক (Migrants) বাড়ি ফিরে যাচ্ছে তাতে চিন্তিত নন নীতি আয়োগের সহ সভাপতি রাজীব কুমার। তাঁর (Rajiv Kumar) মতে, লকডাউন উঠে গেলে যেই বিভিন্ন সংস্থায় পুরোদমে কাজ শুরু হবে তখনই এই শ্রমিকরা ফের কাজের জগতে ফিরে আসবেন। NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীতি আয়োগের সহ সভাপতি (NITI Aayog vice-chief) বলেন, কর প্রদানকারী বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণিকে ত্রাণ দেওয়ার তুলনায় এখন এমএসএমই অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে বাঁচানোই সরকারের কাছে অগ্রাধিকার।
www.ndtv.com/bengali