Bengali | Edited by Rajit Das | Thursday August 15, 2019
একটা আইন। তাতেই বদলে গিয়েছে স্বাধীনতার মানে। মোদি সরকারের (Modi Govt) প্রশংসায় পঞ্চমুখ দেশের মুসলিম মহিলারা। রাখীর (Rakhi) আগেই ‘দাদা' মোদির থেকে মিলেছে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইন (Anti Triple Talaq Law)। তাই, ভাই-বোনের মিলনের দিনেই রাখী বেঁধে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানী বংশোদ্ভূত বোন। কাঁটাতারের উত্তাপ, ধর্মের কড়া বিধানকে ছাপিয়ে গেল হৃদয়ের উষ্ণতা। কামার মহসিন শেখ (Qamar Mohsin Shaikh)। আদতে পাক বংশোদ্ভূত । কিন্তু, বিবাহসূত্রে বহু বছরে আগেই এসেছেন ভারতে। দু'দশক আগেই মোদির (Modi) সঙ্গে পরিচয়। সে সময়, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) প্রচারক নরেন্দ্র দামোদরদাস মোদি (Narendra Modi)। যা অবশ্য বাধা হয়নি ভিন্ন ধর্মের ভাই-বোনের সম্পর্কে।
www.ndtv.com/bengali