Bengali | Written by Monideepa Banerjie, Biswadip Dey | Wednesday August 28, 2019
আনন্দ পট্টবর্ধনের ‘রাম কে নাম' (Ram Ke Naam) তথ্যচিত্রটি প্রদর্শনের অনুমতি পেলেন না প্রেসিডেন্সির পড়ুয়ারা। অনুমতি না মেলা সত্ত্বেও শুক্রবার বিকেল চারটের সময় পড়ুয়াদের একটি দলের পক্ষে ছবিটি দেখানোর কথা ঘোষণা করা হয়েছে। ইউনিভার্সিটির প্রধান ভবনের পোর্টিকোতেই দেখানো হবে ছবিটি। প্রেসিডেন্সি কলেজের (Presidency University) পড়ুয়াদের দাবি, তাঁরা ডিনের পক্ষ থেকে গত সপ্তাহে ইউনিভার্সিটি হলে ছবি দেখানোর অনুমতি পেয়েছিলেন। কিন্তু আবেদনপত্রে নাম দেননি। পরে ডিন সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারেন, ছবিটির নাম ‘রাম কে নাম'। এরপরই তিনি অনুমতি দেওয়ার ব্যাপারে অস্বীকার করেন। ১৯৯১ সালে অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের দাবিই আনন্দ পযবর্ধনের তথ্যচিত্রটির মূল বিষয়বস্তু।
www.ndtv.com/bengali