Bengali | Indo-Asian News Service | Tuesday April 16, 2019
রামনবমীর মিছিলে আসানসোলে সাম্প্রদায়িক সংঘর্ষের দায়ে মঙ্গলবার অভিযুক্ত দশজনকে গ্রেফতার করল পুলিশ। সংবাদসংস্থা আইএএনএস'কে দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা বলেন, আসানসোলের বরাকর স্টেশন রোডে এই সংঘর্ষের জেরে পুলিশের দুটি গাড়িতে রীতিমত ভাঙচুর চালানো হয় এবং তারপর সেগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়। তিনি যদিও পরে জানান, এই মুহূর্তে পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে' এবং ‘পরিস্থিতি শান্তিপূর্ণ'ও বটে। লক্ষ্মীনারায়ণ মীনা বলেন, “গতকাল (সোমবার) রামনবমীর মিছিল নিয়ে প্রভূত অশান্তির সৃষ্টি হয় গোটা এলাকায়। পুলিশের দুটি গাড়িকে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা ১০ জন ব্যক্তিকে গ্রেফতার করেছি এই হামলার অভিযুক্ত হিসাবে”।
www.ndtv.com/bengali