Bengali | Edited by Joydeep Sen | Monday January 13, 2020
এদিন জয় ভগবান উপকার আর নবীন দিপু চৌধুরিও আপে যোগ দিয়েছেন। ৭০ আসন বিশিষ্ট চলতি বিধানসভায় এই দলের ৬৭টি বিধায়ক আছে। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। গণনা ১১ ফেব্রুয়ারি। গত সপ্তাহে কংগ্রেসের মাটিয়া মহলের পাঁচ বারের বিধায়ক শোয়েব ইকবাল আপে যোগদান করেছিলেন। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই ভাঙন স্পষ্ট কংগ্রেসে।
www.ndtv.com/bengali