Bengali | Edited by Indrani Halder | Thursday July 23, 2020
অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Temple) নির্মাণ নিয়ে স্থানীয়দের উৎসাহের শেষ নেই। আগামী ৫ অগাস্ট নয়া রাম মন্দিরের নির্মাণ (Ram Temple Construction) কাজের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। জানা গেছে, প্রধানমন্ত্রীর হাতে নির্মাণ (Ram Temple) কার্যের সূচনা হওয়ার পর থেকেই জোর কদমে চলবে মন্দির তৈরির কাজ। নতুন এই রাম মন্দিরটি উচ্চতা হবে ১৬১ ফুট, অর্থাৎ আগের রাম মন্দিরের থেকে আরও ২০ ফুট বেশি। দেখা গেছে যে, ১৯৮৮ সালে প্রস্তুত মূল নকশায় আগের রাম মন্দিরের উচ্চতা ১৪১ ফুট ছিল।
www.ndtv.com/bengali