Bengali | Edited by Indrani Halder | Friday April 17, 2020
করোনা ভাইরাস মহামারীর (Coronavirus Pandemic) বিরুদ্ধে যুঝতে সমগ্র দেশ লকডাউনের পথে হেঁটেছে। এই সময় যে কোনও ধরণের বড় জমায়েত নিষিদ্ধ, সে আনন্দ অনুষ্ঠানই হোক বা ধর্মীয় সভা কিংবা প্রার্থনা সভা। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই নিষেধাজ্ঞা অমান্য করে নমাজ পড়ার জন্যে সমবেত হচ্ছেন মুসলিমরা। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন এআইএমআইএম (AIMIM) প্রধান তথা সাংসদ আসাউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। সামনেই রমজান, তাই এই সময় যাতে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন লকডাউনের নিষেধাজ্ঞাকে অমান্য না করেন তার জন্যে বার্তা দিলেন তিনি। রমজান (Ramzan/Ramadan) উপলক্ষে মুসলিমরা ঘরে বসেই নমাজ পডুন, এই বার্তাই দেন তিনি।
www.ndtv.com/bengali