Bengali | Edited by Joydeep Sen | Sunday January 26, 2020
Republic Day 2020: তিনি (Ramnath Kovind) বলেন, "আমাদের, সংবিধান অধিকার দিয়েছে গনতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হতে। পাশাপাশি এটাও স্মরণ করিয়ে দিয়েছে কোনওভাবেই যাতে সংবিধানের কেন্দ্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত না হয়। এটা দেখা দায়িত্বও নাগরিকদের। সংবিধানের কেন্দ্রীয় কাঠামোয় উল্লেখ, ন্যায়, স্বাধীনতা, সমতা ও ধর্মীয় সাম্যবোধ বজায় রাখা।"
www.ndtv.com/bengali