Bengali | Edited by Indrani Halder | Saturday December 14, 2019
নিজের অবস্থানে অনড় থাকলেন রাহুল গান্ধি, তাঁর "রেপ ইন ইন্ডিয়া" মন্তব্যে যতই বিতর্কের ঝড় উঠুক না কেন, এই কথার জন্যে ক্ষমা চাইবেন না তিনি, ফের একবার জোর গলায় বললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি (Rahul Gandhi)। ঝাড়খণ্ডের একটি নির্বাচনী জনসভা তিনি যে কথা বলেছেন তা একেবারেই সত্যি কথা, আর সত্যি কথা বলার জন্যে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, দিল্লিতে আয়োজিত কংগ্রেসের মহা সমাবেশ থেকে স্পষ্ট করে জানিয়ে দিলেন রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদের সাম্প্রতিক ওই মন্তব্য (Rape in India) নিয়ে শুক্রবার উত্তাল হয় ভারতীয় সংসদ, বিজেপি নেতারা দাবি করেন যে,ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধিকে। পাশাপাশি কংগ্রেস নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে বিজেপি।
www.ndtv.com/bengali