Bengali | NDTV | Friday July 13, 2018
রাত জেগে কাজ করার পর ঘুমাতে যাওয়ার সময় আপনার সঙ্গে ঘটা অন্যতম খারাপ কাজ এটা ছাড়া কিছু হতে পারে না। দিন কয়েক আগে মধ্য রাতে, টেক্সাসে এক ব্যক্তি বাড়ির ফায়ারপ্লেসে একটা বিশালাকৃতি সাপ ঝুলতে দেখে অবাক হয়ে যান। কিন্তু তারপর তিনি যা করেন, সেটা জেনে আপনি কিন্তু আরো বেশি অবাক হয়ে যাবেন। তাঁর পোস্ট করা বারবিকিউ চিমটার সাহায্যে সাপটা সেই স্থান থেকে সরানোর ছবি ও ভিডিও ফেসবুকে ছেয়ে গেছে।
www.ndtv.com/bengali