Bengali | Press Trust of India | Saturday April 27, 2019
General Election 2019: ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেশের পক্ষে বিজেপিকে বিপজ্জনক বলে মন্তব্য করলেন তিনি(Mamata)। কেন্দ্রের শাসকদলকে ৪৪০ ভোল্টের সঙ্গে তুলনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসকদলের নেত্রী বলেন, দেশের পক্ষে বিপজ্জনক গেরুয়া শিবির। শনিবার হুগলি(Hoogly Loksabha) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দে নাগের(Ratna De Nag) সমর্থনে প্রচার সভায় যোগ দেন তৃণমূল নেত্রী। সেখানেই তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলছি, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কোনও ক্ষতি হবে না”। মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখান করারও আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। চলতি লোকসভা নির্বাচনকে বিজেপি সরকারের উতখাতের ভোট বলে মন্তব্য করে তৃণমূল নেত্রী আরও বলেন, “ দ্বিতীয়বার ক্ষমতায় এলে দেশকে শেষ করে দেবে নরেন্দ্র মোদী এবং বিজেপি...৪৪০ ভোল্টের মতো বিজেপি দেশের পক্ষে বিপজ্জ্নক”।
www.ndtv.com/bengali