Bengali | Edited by Indrani Halder | Thursday July 2, 2020
এখনই ভারতীয়দের জন্যে একটা দারুণ সুযোগ, চিনা অ্যাপগুলোর (Chinese app) নিষেধাজ্ঞার প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। সোমবারই ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলোর মধ্যে রয়েছে টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপও। তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, ভারতীয় গোয়েন্দারা মনে করছেন যে, অ্য়ান্ড্রয়েড ও আইওএস প্ল্য়াটফর্মের এই মোবাইল অ্য়াপগুলোর অপব্য়বহার করে গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে।
www.ndtv.com/bengali