Bengali | NDTV | Monday November 19, 2018
আজ বৈঠকে বসতে চলেছে আরবিআইয়ের পরিচালন সমিতি। সূত্রের খবর নিয়মে রদবদল করে কেন্দ্রীয় ব্যাঙ্কের উপর প্রভাব আরও বাড়াতে চায় সরকার। এমনিতেই বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন দেশের শীর্ষ ব্যাঙ্কের পরিচালন সমিতিতে বেশ কয়েকজন ‘সরকারের পক্ষের লোক’ আছেন। প্রভাব আরও বাড়ানো হলে দুতরফের মধ্যে চাপানউতোর বাড়বে। একই সঙ্গে শোনা যাচ্ছে কোনও মধ্যপন্থা বের করে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। আর গভর্নর উৰ্জিত প্যাটেলের পদত্যাগের সম্ভবনাও কম বলেই মনে করা হচ্ছে।
www.ndtv.com/bengali