Bengali | Edited by Indrani Halder | Friday April 17, 2020
করোনা ভাইরাসের (Coronavirus) ফলে দেশে হওয়া অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলায় রিজার্ভ ব্যাংক গোটা পরিস্থিতির দিকে খেয়াল রাখছে, সাংবাদিক সম্মেলন করে বললেন আরবিআইয়ের গভর্নর (RBI Governor) শক্তিকান্ত দাস । মানবিকতার স্বার্থে যা যা প্রয়োজন তাই করতে হবে, বলেন তিনি (Shaktikanta Das)। আইএমএফ ইতিমধ্যেই গোটা বিশ্বে মহামন্দার আভাস দিয়েছে। এই অন্ধকার সময়েও আশার আলো দেখতে হবে। সারা বিশ্ব টালামাটাল অবস্থায় যাচ্ছে। যারা করোনার সঙ্গে যুঝতে সামনের সারিতে রয়েছেন তাঁদের কুর্ণিশ।ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭,৪ শতাংশ। জি ২০ দেশগুলোর মধ্যে ভারতের পরিস্থিতি সবচেয়ে ভাল, এদেশে বৃদ্ধির হার অন্যদের তুলনায় ভালো। জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ব্যাংকগুলোতে নগদের জোগান বাড়ানো হয়েছে।
www.ndtv.com/bengali