Bengali | Edited by Indrani Halder | Monday November 4, 2019
না, আরসিইপি (RCEP) অর্থাৎ আঞ্চলিকভাবে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ১৬টি দেশের মধ্যে হওয়া বৃহত্তম বাণিজ্য চুক্তিতে ভারত কোনও "শেষ মুহুর্তের দাবি" রাখছে না, এনডিটিভিকে জানাল একটি সরকারি সূত্র। জানা গেছে যে, ভারত এবং সমস্ত অংশীদারদের স্বার্থে "পারস্পরিক লাভদায়ক আরসিইপি, যাতে সমস্ত পক্ষই যুক্তিসঙ্গতভাবে লাভ করে", সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দৃঢ়ভাবে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন।
www.ndtv.com/bengali