Bengali | Edited by Indrani Halder | Thursday March 12, 2020
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মধ্যপ্রদেশ কংগ্রেসের একসময়ের অন্যতম স্তম্ভ, যিনি হাতের দল থেকে পদ্ম শিবিরে যাওয়ায় একরকম টালামাটাল পরিস্থিতি তৈরি হয়েছে কমল নাথ সরকারের অন্দরে। কারণ কংগ্রেসের প্রাক্তন ওই জনপ্রিয় নেতার দল থেকে ইস্তফা দেওয়ার সময় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন আরও ২১ জন। আপাতত এই বিধায়করা গেরুয়া দলে নাম না লেখালেও যে কোনও মুহূর্তে এমন কিছু ঘটতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদানের পরেই কংগ্রেস জানিয়েছিল যে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বিধায়করা যাচ্ছেন না গেরুয়া দলে। কিন্তু তাঁদের সেই দাবির মুখে চুনকালি লেপে দিয়ে বিদ্রোহী বিধায়কদের বার্তা "মহারাজের সঙ্গেই আছি", আর এতেই চরম অস্বস্তিতে মধ্যপ্রদেশ কংগ্রেস।
www.ndtv.com/bengali