Bengali | Reported by Ratnadip Choudhury, Edited by Divyanshu Dutta Roy | Saturday August 31, 2019
সকাল ১০টায় প্রকাশিত হল জাতীয় নাগরিক পঞ্জীকরণ বা NRC-এর চূড়ান্ত তালিকা। অনলাইনে প্রকাশিত হয়েছে এই তালিকা। কারা ভারতের বৈধ নাগরিক ও কারা অবৈধ অভিবাসী, তা স্থির করতেই NRC-এর উদ্যোগ। প্রায় ৪১ লক্ষ অসমবাসী এই তালিকার দিকে চেয়ে ছিলেন। বহু মানুষ নাম বাদ যাওয়ার আশঙ্কা ছিলই, বাদও পড়লেন ১৯ লক্ষ। চলতি মাসের শুরুতেই জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার রদ করেছে কেন্দ্র। যা মোদি সরকারের বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। NRC-ও দ্বিতীয় মোদি সরকারের অন্যতম সিদ্ধান্ত বলে বিবেচিত। জাতীয় নাগরিক পঞ্জীকরণ চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে অসম। কয়েক হাজার নিরাপত্তা বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে রাজ্যে। আঁটোসাঁটো করা হয়েছে অসমের উত্তর পূর্ব দিকের সুরক্ষা।
www.ndtv.com/bengali