Bengali | Edited by Indrani Halder | Monday March 16, 2020
এমনিতে জঙ্গলের মধ্যে তুখোড় সে, তীব্র গতিতে ছুটে গিয়ে যেকোনও শিকারকে নাগালের মধ্যে আনতে পারে সহজেই, সেই চিতাবাঘই পড়ল বিপাকে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবপুরীতে স্থানীয় গ্রাম লাগোয়া একটি কুয়োতে কীভাবে যেন পড়ে যায় সে, ব্যস তারপর কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না সে। ওই অঞ্চলের কাছাকাছি থাকা লোকজন শুনতে পাচ্ছিলেন কুয়োর মধ্যে থেকে ভেসে আসা চিতাবাঘের হাড় হিম করা হুঙ্কার। খবর গেল বনদফতরে, আধিকারিকরা এসে সুকৌশলে উদ্ধার (Leopard rescued from well) করলেন পশুটিকে। চিতাবাঘটিকে কুয়ো থেকে কৌশলে তুলে আনেন তাঁরা। রেহাই পেয়ে একছুটে সোজা জঙ্গলে মিলিয়ে যায় দ্রুতগতির ওই চারপেয়ে। ভারতীয় বন বিভাগের আধিকারিক পারভীন কাসওয়ান সোশ্যাল সাইটে শেয়ার করেন কুয়ো থেকে চিতাবাঘ উদ্ধারের ভিডিও। শেয়ার (Leopard Video) করার সঙ্গেসঙ্গেই সোশ্যাল সাইটে ভাইরাল হল সেটি।
www.ndtv.com/bengali