Bengali | Edited by Rajit Das | Thursday August 15, 2019
‘পাকিস্তানের (Pakistan) জয়ে আজ গোমাংস খাচ্ছি। আমার স্বাদ-কোরকের উপর নির্ভর করবে আমি কী খাবো। বিতর্ক তৈরি করবেন না, বা বিফ নিয়ে আপনাদের কোনও মতামত দেবেন না।' বছর দুয়েক আগে করা এই পোস্টই (Facebook post) জ্বলজ্বল করছিল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের (Gauhati University) গবেষক (research scholar) রেহনা সুলতানার (Rehna Sultana) ফেসবুকে। যাকে কেন্দ্র করেই বিপত্তি। পাকিস্তানকে সমর্থন ও গোমাংস খেতে উৎসাহিত করার অভিযোগ অসম পুলিশ (Assam Police ) রেহনার বিরুদ্ধে এফাইআর দায়ের করে। রেহানার অবশ্য দাবি ওই পোস্টটির (Facebook post) ভুল ব্যাখ্যা হয়েছে। ইতিমধ্যেই তা মুছে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের (Gauhati University) গবেষক। পরে অবশ্য নিজের ভুল স্বীকারও করে নেয় সে।
www.ndtv.com/bengali