Bengali | NDTV Offbeat Desk | Tuesday May 21, 2019
ওয়াশিংটন ডিসি-র সাদা বাড়িটা থেকে মাত্র কয়েকটা ব্লক পেরিয়েই সাকিনা হালাল গ্রিল। চট করে দেখে অন্য আর পাঁচটা রেস্তোরাঁর মতোই মনে হবে। কিন্তু কোন রেস্তোরাঁর সঙ্গে এর একটি বিশাল পার্থক্য রয়েছে। এই রেস্তোরাঁয় যে কোনো মানুষের প্রয়োজনে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। রেস্তোরাঁর মালিক কাজি মান্নান গত পাঁচ বছরে প্রায় ৮০ হাজার খাবার বিনামূল্যে বিতরণ করেছেন বলে রিপোর্টে প্রকাশিত। "যদি কারো মনে হয় যে তিনি পয়সা দিয়ে খেতে পারবেন না, তাহলে কোনো সমস্যা নেই।" ডবলিউজেএলএ-কে এ কথাই বলেছেন মিস্টার মান্নান।
www.ndtv.com/bengali