Bengali | Edited by Ridhima Shukla, Biren Bhattacharya | Saturday September 7, 2019
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের মধ্য দিয়েই ঐতিহাসিকভাবে প্রথমস্থানে আসতে চলেছে ভারত। আজ মধ্যরাতেই চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রায়ণ-২। মূল কক্ষপথ থেকে আলাদা হয়েছে বিক্রম, ১.৩০ থেকে ২.৩০ এর মধ্যে সঠিকভাবে চাঁদের মাটিতে অবতরণের জন্য দুটি উত্তরণ করেছে বিক্রম। ইসরো জানিয়েছে, ল্যান্ডার থেকে ভোর ৫.৩০-৬.৩০ এর মধ্যে ল্যাল্ডার থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান। চাঁদের সম্পদসহ পুরো বিষয় নিয়ে গবেষণা চালাবে প্রজ্ঞান। এছাড়াও চন্দ্রপৃষ্ঠে জলের সন্ধান, উচ্চ ক্ষমতা সম্পন্ন ছবিও তুলবে প্রজ্ঞান।
www.ndtv.com/bengali