Bengali | Edited by Joydeep Sen | Wednesday May 6, 2020
বুধবার দুপুরে জঙ্গি-যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে নিহত হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকু। রাজ্য পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিলেন এই সন্ত্রাসবাদী। তার বিরুদ্ধে উপত্যকায় ১১টি সন্ত্রাসী হামলার মামলা দায়ের রয়েছে। জানা গিয়েছে, পুলওয়ামার বেইঘপুরা এলাকায় সন্ত্রাস দমনে অভিযানে নেমেছিল রাজ্য পুলিশ ও সেনাবাহিনী। তখনই দু'পক্ষের গুলির লড়াইতে নিহত হয় নাইকু। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ ছিল, নাইকু মহম্মদ বিন কাশেম নামে জম্মু-কাশ্মীরে সক্রিয়। যথেষ্ট ধুরন্ধর এই সন্ত্রাসবাদীর মাথার দাম রাখা হয়েছিল ১২ লক্ষ টাকা। বুরহান ওয়ানির পর নাইকু হিজবুলের হয়ে উপত্যকায় সংগঠন সামলাচ্ছিলেন।
www.ndtv.com/bengali