Bengali | NDTV | Monday March 4, 2019
আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আর আর বি ২০১৯ (RRB Result 2019)-র রেজাল্ট। গ্রূপ ডি -তে এ বছর ১ কোটি ১৭ লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই তাদের অপেক্ষার অবসান হতে চেলছে। এবার রেজাল্ট প্রকাশ করতে বেশ দেরি হল, যার জন্য প্রায় প্রতিদিনই প্রার্থীরা রেলের ওয়েবসাইট চেক করে চলেছে। আজ এক সময়ে পপ্রকাশিত হতে পারে রেজাল্ট (RRB Group D Result), সেই সাথে আপনি জানতে পারবেন যেকোনো আপডেশন। এক এক্সপার্টের কাছ থেকে NDTV জানতে পেরেছে যে, গ্রূপ ডি-এর রেজাল্ট জারি হওয়ার সাথে সাথে এতটাই জোর পড়বে যে, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রার্থীর নিজের রেজাল্ট চেক করার জন্য (RRB Group D Result 2019) তার রেজিস্ট্রেশান নম্বর লাগবে
www.ndtv.com/bengali