Bengali | Indo-Asian News Service | Monday March 11, 2019
সঙ্ঘ পরিবারের তিন দিনের অখিল ভারতীয় প্রতিনিধি সম্মেলন শেষে আরএসএসের নেতা ভাইয়াজি যোশী জানালেন, "রাম মন্দির নির্মাণ নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আগে যেখানে ঠিক হয়েছিল সেখানেই মন্দির তৈরি করতে হবে। আর সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ লড়াই চলবে। মধ্যস্থতাকারীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আশা করি তাঁরা হিন্দুদের ভাবাবেগ বুঝবেন"।
www.ndtv.com/bengali