Bengali | Edited by Indrani Halder | Monday June 22, 2020
ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষের (India-China Face Off) থেকে শিক্ষা নিয়ে এবার দুই দেশের সীমান্তে থাকা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) কর্তব্যরত ভারতীয় সেনাদের জন্যে এবার অস্ত্র আইনে পরিবর্তন আনা হল। এবার থেকে সীমান্তে ''অত্যন্ত অস্বাভাবিক'' পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবেন সেনা জওয়ানরা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যে, পরিস্থিতি মোকাবিলায় এবার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
www.ndtv.com/bengali