Bengali | Edited by Biren Bhattacharya | Monday April 27, 2020
সঙ্কটের সময়ে সরকারের তিন শাখার একসঙ্গে কাজ করা উচিত, সোমবার NDTV কে এমনটাই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে (SA Bobde), কিছু কিছু ক্ষেত্রে বিচারব্যবস্থা সরকারের লাইনের বাইরে যাচ্ছে বলে যে অভিযোগ উঠছে, সেই সম্পর্কিত প্রশ্নের উত্তরে এমনটা বলেন দেশের প্রধান বিচারপতি। NDTV কে তিনি বলেন, “সঙ্কটের সময়ে, সরকারের তিনটি অংশের উচিত, সঙ্কট কাটাতে একসঙ্গে কাজ করা...এই সময়ে ধৈর্যের প্রয়োজন এবং পুরো দেশকেই ধৈর্য রাখতে হবে”।
www.ndtv.com/bengali