Bengali | Edited by Indrani Halder | Saturday March 14, 2020
কথায় আছে শত্রুর শত্রুরা কখনো কখনো বন্ধু হয়। এই মুহূর্তে ভারত তথা গোটা বিশ্বের কাছে করোনা ভাইরাসের (Coronavirus) মতো বড় শত্রু বোধহয় আর কেউ নেই। একা নয়, এই মারাত্মক মারণ ভাইরাসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলিকে (SAARC Countries) একসঙ্গে করোনা-লড়াইয়ে সামিল হওয়ার আহ্বানও জানান তিনি। আর তাঁর (PM Modi on Coronavirus) সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতের চিরশত্রু পাকিস্তান (Pakistan) জানাল, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে "প্রস্তুত" তাঁরা।
www.ndtv.com/bengali