Bengali | NDTV | Friday November 16, 2018
শবরীমালার আয়াপ্পা মন্দিরে যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখলেন সমাজকর্মী ত্রুপ্তি দেশাই। আইনশৃঙ্খলার কারণেই তিনি তাঁর পরিকল্পনা স্থগিত রেখে দিলেন বলে জানা গিয়েছে। কয়েকঘন্টার মধ্যেই পুনে ফিরে যাবেন তিনি। পুনের এই সমাজকর্মী আজ সকালেই সাতজনের একটি দল নিয়ে কোচি বিমানবন্দরে নামেন। কিন্তু, তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে একটা ট্যাক্সিও ধরতে পারেননি। বিশাল সংখ্যক বিক্ষোভকারীরা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তাঁকে বেরোতেই দেওয়া হয়নি। প্রাথমিকভাবে তিনি বেরোতে চাইলেও পুলিশ তাতে বাধা দেয়। ওইভাবে যে এই বিক্ষোভকারীদের মধ্যে দিয়ে যাওয়া এখন তাঁর পক্ষে ঠিক হবে না, তা পুলিশ তাকে জানানোর পর তিনি মানতে বাধ্য হন। "আমরা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য আসিনি", এনডিটিভিকে বলেন ত্রুপ্তি দেশাই। "পুলিশ আমাদের এখন ফিরে যেতে বললেও, তাঁরা কথা দিয়েছেন, পরেরবার যখন আমরা আসব, তখন আমাদের সাহায্য করবেন", বলেন তিনি।
www.ndtv.com/bengali