Bengali | Biswadip Dey | Wednesday August 28, 2019
মাটি খুঁড়ে মিলল বলিপ্রদত্ত ২২৭টি শিশুর (Sacrificed Children) দেহাবশেষ! পেরুতে (Peru)প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে উদ্ধার করলেন প্রাচীন চিমু সভ্যতায় বলিপ্রদত্ত অসংখ্য শিশুর দেহ। আজ পর্যন্ত এত সংখ্যক শিশুর বলিপ্রদত্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটেনি। গত বছরের শেষ থেকে রাজধানী লিমার উত্তরে অবস্থিত হুয়ানচাকোতে খননকার্য চালাচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা। হুয়ানচাকোতে শিশু বলি দেওয়ার প্রথা ছিল প্রাচীনকালে।
www.ndtv.com/bengali