Bengali | NDTV | Sunday June 23, 2019
২০১৫-এ শিখ ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত মহিন্দর পাল বিট্টুকে খুন করা হল জেলের ভিতরেই, ঘটনার পরেই সাম্প্রদায়িক হিংসার আশঙ্কায় পঞ্জাব জুড়ে নিরাপত্তা জোরদার করা হল। পঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন। জানা গেছে, ৪৯ বছরের মহিন্দর পাল বিট্টু ২০১৫-এ ফরিদকোট জেলার বারগারিতে শিখ ধর্মগ্রন্থের অবমাননার ঘটনায় পাতিয়ালার নিউ নভ জেলে (New Nabha prison) বন্দি ছিলেন। সেখানেই জেলেরই অন্য দুই বন্দি গুরুসেবক সিং ও মনিন্দর সিং তাঁকে খুন করে। স্থানীয় সময় ভোর ৫টা ৪৫মি. নাগাদ ঘটে ওই ঘটনা।
www.ndtv.com/bengali