Bengali | Edited by Indrani Halder | Friday May 29, 2020
ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan) প্রায় গোটা রাজ্যকে (West Bengal) তছনছ করে দেওয়ার পর এখনও বহু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ায় এবার তৃণমূল নেতৃত্বের রোষে পড়লেন দলের (Trinamool Congress) প্রবীণ নেতা তথা মন্ত্রী সাধন পাণ্ডে। জানা গেছে, ইতিমধ্যেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগে সাধন পাণ্ডেকে (Sadhan Pande) রীতিমতো সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকী কোনওভাবেই যেন তিনি কোনও বিরূপ মন্তব্য না করেন, এমন পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে।
www.ndtv.com/bengali