Bengali | Edited by Indrani Halder | Saturday April 25, 2020
দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। সব সরকারি হাসপাতালেই বেডের সংখ্যা সীমিত, এদিক দ্রুতগতিতে বাড়ছে রোগীর সংখ্যা, তাই হাসপাতালগুলোতে এখন ঠাঁই নাই, ঠাঁই নাই রব। দেশের অন্যান্য রাজ্যের মতো একই চিত্র দেখা গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাওয়াতেও। বৃহস্পতিবার সকালে ৬৯ জন করোনা আক্রান্ত রোগীকে ভর্তির অপেক্ষায় হা-পিত্যেশ করে অপেক্ষা করতে হল এটাওয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে। জানা গেছে, ওই রোগীদের ভর্তি করার জন্যে আগ্রা থেকে একটি বাসে করে সাইফাইয়ের (Saifai) ওই সরকারি হাসপাতালে পাঠানো হয়।
www.ndtv.com/bengali