Bengali | NDTV | Thursday November 22, 2018
বিরোধীদের সরকার গঠনের উদ্যোগের মাঝেই জম্মু কাশ্মীররে বিধানসভা ভঙ্গ করার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সত্যপাল মালিক।আচমকাই বুধবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে। এরপর বৃহস্পতিবার সকালে তিনি এনডিটিভিকে জানান আগে বিধানসভা ভাঙার প্রয়োজন হয়নি। কেন না এমন ভয়াবহ সমীকরণ নিয়ে কেউ সরকার গঠনের দাবি করেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিএফ নেত্রী মেহেবুবা মুফতি এবং ন্যশনাল কনফারেন্সের নেতা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল একযোগে সরকার গঠনের প্রস্তুতি নেয়। টুইট করে মুফতি দাবি করেন রাজ্যপালের সঙ্গে ফোন বা ফ্যক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না। তাঁর সঙ্গে ৫৬ জন বিধায়কের সমর্থন আছে বলেও দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
www.ndtv.com/bengali