Bengali | Edited by Indrani Halder | Tuesday May 19, 2020
এবার আর সাধারণ মানুষ নন, হিংসার শিকার হলেন খোদ রাজনৈতিক নেতাই। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সমাজবাদী পার্টির (Samajwadi Party) এক নেতা এবং তাঁর ছেলেকে গুলি করে হত্যা করার এক ভয়াবহ ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে আতঙ্কে শিউরে উঠছেন সকলে। ওই ভয়াবহ ঘটনাটি (Lucknow) হয়েছে যোগী রাজ্যের সম্বল জেলায়। সেখানকার শামসোই গ্রামের যিনি গ্রামপ্রধান তাঁর স্বামীই এবার হিংসাত্মক পরিস্থিতির শিকার হলেন। মৃত ব্যক্তি বহুদিন ধরেই সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। শুধু সপা নেতা ছোটে লাল দিবাকরই নন, তাঁর সঙ্গে মারা যান গ্রাম প্রধানের ছেলে সুনীল দিবাকরও।
www.ndtv.com/bengali