Bengali | Edited by Indrani Halder | Friday December 20, 2019
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে (Citizenship Amendment Act) যাঁরা সহিংস প্রতিবাদের (UP Protest) রাস্তা বেছে নিয়েছেন তাঁদের ছেড়ে কথা বলবে না উত্তরপ্রদেশ সরকার, সাফ জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, যাঁরা বিক্ষোভের (Citizenship Act Protest) নামে সরকারি সম্পত্তি নষ্ট করছে তাঁদের চিনে রাখছে সরকার। ওই ক্ষয়ক্ষতির হিসাব পূরণের জন্যে ওই বিক্ষোভকারীদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায় করা হবে, হুঁশিয়ারি যোগীর। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সংঘর্ষে জড়িতদের "ছবি ভিডিও এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, আমরা তাঁদের উপর 'বদলা' নেব", বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)।
www.ndtv.com/bengali