Bengali | NDTV | Tuesday October 2, 2018
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধী আন্তর্জাতিক স্বচ্ছতা সম্মেলনে জানিয়েছেন, স্বাধীনতার জন্য লড়তে গিয়ে গান্ধীজী একবার জানিয়েছিলেন যে স্বতন্ত্রতা ও স্বচ্ছতার মধ্যে আগে স্বচ্ছতাকে প্রাধান্য দেব। 1945 সালে প্রকাশিত তাঁর "গঠনমূলক কার্যক্রম" বিষয়ক লেখায় যে কয়েকটি বিষয়ে তিনি মতামত জানিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল গ্রামীণ স্বচ্ছতা। তাঁর কথায়, যদি না আমরা অস্বচ্ছতাকে দূর করি তাহলে অস্বচ্ছতা আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বদ অভ্যাস তৈরি করে দেয়।
www.ndtv.com/bengali