Bengali | Edited by Indrani Halder | Tuesday April 21, 2020
রাষ্ট্রপতি ভবনেও হানা দিয়েছে COVID- 19। ফলে দেশের প্রথম নাগরিকের স্বাস্থ্য সুরক্ষাই এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে। জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) কর্মরত এক সাফাইকর্মীর শরীরেই নাকি মিলেছে করোনা পজিটিভ। স্বভাবতই ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত অন্যদের সংস্পর্শেও যেহেতু এসেছেন, তাই মনে করা হচ্ছে তাঁর থেকে সংক্রামক ওই ব্যধী অন্যদের শরীরেও ছড়িয়ে পড়তে পারে। তাই সাবধানের মার নেই মন্ত্রকে মনে রেখে আপাতত রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।
www.ndtv.com/bengali