Bengali | Edited by Biren Bhattacharya | Monday September 16, 2019
সোমবারও সিবিআইয়ের (CBI) নোটিশ এড়ালেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। সারদাকাণ্ডে (Saradha Scam) তিনদিনে এই নিয়ে দুবার হাজিরা এড়ালেন তিনি। সূত্রের খবর, রাজীব কুমারের গড়হাজিরা নিয়ে এদিনই সিবিআইকে জবাব দিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। কেন রাজীব কুমার তদন্তকারীদের সামনে হাজিরা দিতে পারছেন না, তা কেন্দ্রীয় তদন্তকারীদের জানালেন রাজ্যের শীর্ষ আমলা ও আধিকারিকরা।
www.ndtv.com/bengali