Bengali | Edited by Biswadip Dey | Monday January 20, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্ষিক ‘পরীক্ষা পে চর্চা’ নিয়ে হাজার হাজার স্কুলপড়ুয়াকে বন্ধুত্বপূর্ণ আলোচনার জন্য আহ্বান করলেন। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে পরীক্ষার চাপ কমানো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। দিল্লির তালকোটরা স্টেডিয়ামে পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কথা বলা শুরু করা যাক। ‘ফিল্টার’ ছাড়াই। আমরা বন্ধুর মতো কথা বলব। ভুল হতেই পারে। এবং আমার ক্ষেত্রে যদি আমি কোনও ভুল করি তাহলে সংবাদমাধ্যমের বন্ধুরাও সেটা নিয়ে খুব খুশি হয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি এই অনুষ্ঠান আমার সঞ্চালনা করা উচিত তোমাদের অভিভাবকদের হাত থেকে কিছু দায়িত্ব ভাগ করে নিতে। হাজার হোক, আমিও তোমাদের পরিবারের অংশ, তাই না?’’ প্রথম প্রশ্ন করে এক ছাত্র। সে স্বীকার করে নেয় বোর্ডের পরীক্ষার কথা ভাবলে তার মুড অফ হয়।
www.ndtv.com/bengali