Bengali | Edited by Indrani Halder | Monday April 13, 2020
দেশ জুড়ে করোনা (Coronavirus) আতঙ্ককে দূরে ভাগাতে এখন লকডাউন চলছে। আর দীর্ঘদিনের এই লকডাউনের (Coronavirus Lockdown) জেরে অর্থনীতি ধুঁকছে, ফলে আমজনতারও পকেটে টান। এই পরিস্থিতির কথা বিবেচনা করে বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের প্রতি সহানুভূতিশীল হোক বিদ্যালয় কর্তৃপক্ষ, এমনই মানবিক আবেদন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সেই আবেদনে সাড়া দিয়ে তাই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখল কলকাতার (Kolkata) দুটি প্রতিষ্ঠিত বিদ্যালয়। এশিয়ার অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুলের (Kolkata's School) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে ২০২০-২১ সালের জন্যে স্কুলের তরফ থেকে প্রস্তাবিত বেতন কাঠামোর বৃদ্ধির ঘোষণা "বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্থগিত রাখা হল"
www.ndtv.com/bengali