Bengali | Written by Anisha Singh | Monday March 18, 2019
বোর্ড তাঁদের ৯ মার্চ ২০১৯-এ জারি করা নির্দেশিকায় ঘোষণা করেছে যে, “পাঠ্যক্রমিক নেতৃত্ব (pedagogical leader) যারা দেবেন তাঁদের নিজের স্কুলে শিক্ষণ পদ্ধতি আরও মজবুত করতে হবে। পাঠ্যক্রমকে কীভাবে আরও ভালো করে তোলা যায়, শিক্ষার ধরণকে কীভাবে আরও মনোগ্রাহী করে তোলা যায় তার বাস্তবায়নের মূল ভূমিকাতে থাকা শ্রেণি শিক্ষকদের সহায়তা করার জন্য নির্দেশনামূলক নেতৃত্ব দিতে হবে অধ্যক্ষদের। ক্রমাগত পড়ানোর মানের উন্নতির সঙ্গে সাংগঠনিক নিয়ম প্রতিষ্ঠাও করতে হবে তাঁদের।"
www.ndtv.com/bengali