Bengali | Written by Indrani Halder | Friday June 12, 2020
এবার গায়ের রঙ নিয়ে ভেদাভেদ করার অভিযোগ উঠল স্কুলের পড়ার বইয়েও। গায়ের রঙ সাদা বা ফর্সা হওয়া মানেই সেই মানুষটি সুন্দর এবং কালো রঙের মানুষ মানেই সে কুৎসিত, এমন বার্তা দেওয়া বই পড়ানো হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্ল’স হাইস্কুলে, এই অভিযোগ পেয়েই খোঁজখবর করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার ওই স্কুলের ২ শিক্ষিকাকে সাময়িক ভাবে বরখাস্ত করলো রাজ্যের (West Bengal) শিক্ষা দফতর। দেখা যায়, ওই স্কুলে (Bardhaman Municipal Girls High School) যে পাঠ্যবই, তাতে ‘কুৎসিত’ শব্দের অর্থ বোঝাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে।
www.ndtv.com/bengali