Bengali | Edited by Indrani Halder | Monday October 14, 2019
Ayodhya Case:রাম জন্মভূমি-বাবরি মসজিদ সংক্রান্ত জমি বিবাদ নিয়ে যে কোনও দিন নিজের রায় ঘোষণা করতে পারে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে বর্তমানে এই জমি মামলার (Ram Janmbhoomi - Babri Masjid case) চূড়ান্ত পর্যায়ের শুনানি চলছে। এই সময় নিরাপত্তার স্বার্থে অযোধ্যায় জারি করা হয় ১৪৪ ধারা, যার জেরে (Section 144) সেখানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
www.ndtv.com/bengali