Bengali | Edited by Indrani Halder | Wednesday April 1, 2020
চলতি লকডাউনের মধ্যেও ভারতে করোনা (Coronavirus) সংক্রমণ বেড়েই চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে যে এই ভয়াবহ রোগ (COVID-19) প্রতিকারে ব্যস্ত চিকিৎসকরা নাকি উপযুক্ত চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী পাচ্ছেন না। অনেক জায়গাতেই অমিল কোভিড-১৯ ভাইরাস রুখতে প্রয়োজনীয় বিশেষ N-95 মাস্কও। কিন্তু এরই মধ্যে যে খবর সামনে এলো তাতে অনেকেরই কপালে দুঃশ্চিন্তার ভাঁজ পড়তে পারে। জানা গেছে যে, নিজেদের দেশেই যেখানে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষার জন্যে প্রয়োজনীয় সামগ্রী যথেষ্ট পরিমাণে মিলছে না, সেখানে বিপুল সামগ্রী রফতানি করা হচ্ছে ভিনদেশে। জানা গেছে, COVID-19 রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যায় এমন ৯০ টন চিকিৎসা সরঞ্জাম এবং সুরক্ষা কিট সার্বিয়াকে (Serbia) রফতানি করেছে ভারত।
www.ndtv.com/bengali