Bengali | Edited by Indrani Halder | Tuesday February 18, 2020
মহিলা সেনা আধিকারিকদের (Women Army Officers) ব্যাটেলিয়ানের নেতৃত্ব দেওয়ার অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতের এই ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতেই টুইট করে বিষয়টিকে স্বাগত জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সনিয়া পুত্রের (Rahul Gandhi) এই টুইট ঘিরেই কংগ্রেস সাংসদকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। রাহুল গান্ধি টুইট করেন: "মহিলা সেনা আধিকারিকরা পুরুষদের থেকে কম যোগ্য হওয়ায় সেনায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বা স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্য নন, সুপ্রিম কোর্টে এই কথা বলে আসলে প্রত্যেক ভারতীয় মহিলাকেই অসম্মান করেছে সরকার। বিজেপি সরকারকে ভুল প্রমাণ করার জন্যে যেভাবে ভারতীয় মহিলারা উঠে দাঁড়িয়েছেন তার জন্যে আমি তাঁদের অভিনন্দন জানাই"। আর রাহুল গান্ধির এই টুইটকে নিয়েই তীব্র কটাক্ষ করেন স্মৃতি ইরানি। তিনি (Smriti Irani) বলেন, এ যেন "বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানে" (Begani shaadi mein Abdullah deewana) হওয়ার মতো ব্যাপার।
www.ndtv.com/bengali