Bengali | Edited by Anindita Sanyal | Thursday June 13, 2019
জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিক্রিয়াকে প্রবল ভাবে সমালোচনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা, যিনি নিজেও একজন চিকিৎসক। শাব্বা হাকিম একটি ফেসবুক পোস্টে জানান, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ ও ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা’ চাওয়া চিকিৎসকদের অধিকার। তিনি লেখেন, ‘‘একজন তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে আমাদের নেত্রীর নিষ্কৃয়তা ও নীরবতার জন্য আমি অত্যন্ত লজ্জিত।’’ চিকিৎসক ও সরকারের দ্বন্দ্ব কলকাতায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। রাজ্য সরকার পরিচালিত এক হাসপাতালে জুনিয়র চিকিৎসকের উপরে হওয়া হামলার প্রতিবাদে প্রায় তিন দিন ধরে চিকিৎসকরা প্রতিবাদ করছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছেন। দুপুর দু’টোর মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশকে চিকিৎসকরা প্রত্যাখ্যান করেন। তাঁদের দাবি, সবার আগে নিরাপত্তা দরকার। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
রোগীদের কেন পরিস্থিতির শিকার হতে হবে, শাব্বা হাকিমের পোস্টে সে ব্যাপারেও মন্তব্য করা হয়েছে।
www.ndtv.com/bengali