Bengali | Edited by Indrani Halder | Friday June 19, 2020
করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দেওয়ায় ভারতের রাজনৈতিক কার্যকলাপও যেন কিছুটা থমকে গেছে, স্থগিত হয়ে যায় রাজ্য়সভার (Rajya Sabha election) নির্বাচনও। তবে শুক্রবার সব বাধা পেরিয়ে শেষপর্যন্ত হতে চলেছে ২৪ টি রাজ্যসভা (Rajya Sabha) আসনের ভোটগ্রহণ। মার্চে ভোট হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে পিছিয়ে যায় সেটি। এই আসনগুলোর মধ্যে ৪টি করে আসন অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের। ২টি আসন ঝাড়খণ্ডের ৷ ৩টি করে আসন মধ্যপ্রদেশ ও রাজস্থানের ৷ এছাড়া মণিপুর ও মেঘালয়ের ১টি করে আসন রয়েছে ৷ অন্যদিকে ৪টি আসন কর্নাটকের এবং ১টি করে আসন অরুণাচলপ্রদেশ ও মিজোরামের ৷ সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে এনডিএর আরও প্রায় ৩০ টি আসনের প্রয়োজন রয়েছে।
www.ndtv.com/bengali